বিয়ে করবেন কিন্তু আপনার জন্য কেমন পাত্র খুঁজবেন বুঝতে পারছেন না ?


বিবাহযোগ্য পাত্র 

বিয়ে , স্বপ্নের মত সুন্দর । আর এই সুন্দর স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে যখন আপনি আপনার মনের মত পুরুষসঙ্গী খুঁজে পাবেন এবং সুখী ও সফল বিবাহিত জীবন যাপন করবেন । কিন্তু কীভাবে এই পুরুষ সঙ্গীটিকে খুঁজে পাবেন ? একটি পরিবারের মধ্যে একটি মেয়ে একান্নবর্তীভেদে আলাদা হয়ে থাকে , তবে নিউক্লিয়ার ফ্যামিলিতে যে পুরুষটিকে দেখে বড় হয় সেটা হল তার পিতা বা আব্বাজান । একজন কন্যাসন্তানের কৈশোর মস্তিষ্কের মানসিক চরিত্র ও ব্যক্তিত্বগঠনে তার রোলমডেল তার বাবা যাকে প্রতিনিয়ত দেখে সে বড় হয়েছে । বাবার বাড়ি মানেই নিজের বাড়ি আর নিশ্চিন্তভাবেই অন্ন – বস্ত্র – সংস্থানের নিরাপদ আশ্রয় । একটি কন্যাসন্তানের শিক্ষাগত – গুণগত এবং চারিত্রিক – মানসিক গঠনে তার বাবার অবদান অনস্বীকার্য । এক্ষেত্রে যখন মেয়েটি যখন বিবাহযোগ্য হয়ে ওঠে , তখন স্বাভাবিক ভাবেই বিবাহের জন্য প্রথম চাহিদা তার বাবার মত একজন ভালো , যত্নশীল এবং যার সাথে নিশ্চিন্তে নিরাপদে জীবন অতিবাহিত করতে পারবে এমন একজন পুরুষ । কিন্তু এটাও তো ঠিক প্রতিটি মানুষ আলাদা আলাদা হয়ে থাকে সেই জন্যও তাদের স্বভাব এবং মানসিক চিন্তাভাবনাও আলাদা হয় । আপনি নিশ্চিতভাবেই আপনার বাবার ট্রু কপি কাউকে পাবেন না । তাহলে বিয়ের জন্য কেমন পাত্র খুঁজবেন ? বিত্তশালী ? পাত্রের আর্থিক অবস্থার বা সচ্ছলতা অবশ্যই গুরুত্বপূর্ণ । বেঁচে থাকার জন্য অর্থের অবশ্যই প্রয়োজন কিন্তু অর্থই সব কিছুর মূল নয় । অনেক সময় বিত্তবান হলেও অনেক সংসার টিকে না , কিম্বা সংসারে নিত্য অশান্তি লেগেই থাকে । তাই অধিক উচ্চাশা প্রত্যাহার করে শিক্ষিত , বুদ্ধিমান , ব্যক্তিত্বসম্পন্ন , ধার্মিক , রুচিশীল, সৎ , ভালো মানসিকতার , যত্নশীল পুরুষকে আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নিন । মুসলিম পাত্র হিসেবে সঠিক ভাবে নামাজ পড়বে , রোজা রাখবে , সুদ, মিথ্যা বলা, হারাম কাজ থেকে দূরে থাকবে এমন পাত্র নির্বাচন করুন । ভালো – মন্দ , দোষ -গুণ মিলিয়েই মানুষ , তাই মানুষের ভালো খারাপ দুটোকেই গ্রহণ করুন । ক্যারিয়ার গড়তে গড়তে আপনার বয়স ত্রিশের কোঠায় পৌঁছে গেছে , এবার চাইছেন বিয়ে করে সেটেল হতে , সেক্ষেত্রেও দুশ্চিন্তার কোনো কারণ নেই । এমন অনেক উচ্চ মানসিকতার পরিবার বা পুরুষ পাবেন যারা আপনার ব্যক্তিস্বাধীনতাকে এবং মানসিকতাকে গুরুত্ব দেবে আপনার বয়সকে নয় । হয়তো বা দুর্ঘটনাবশত আপনার জীবনসঙ্গীকে হারিয়েছেন বা সঙ্গতকারণে আগের বিয়ে ভেঙ্গে গেছে তার সাথে আপনার সন্তানও রয়েছে । সেক্ষেত্রেও আপনি মানসিকভাবে প্রস্তুত থাকলে দ্বিতীয় বিবাহ করতে কোনরকম প্রতিবন্ধকতা নেই। যে পুরুষটিকে আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন সে আপনার পূর্বের সন্তান মানসিক ভাবে গ্রহণ করতে প্রস্তুত কিনা জেনে নিন । বাংলাদেশী ম্যারেজে বিয়ের পর আপনার হাজব্যান্ডের সাথে সাথে তার পরিবারের সাথে মানিয়ে নিয়ে চলতে হবে , তাই পরিবারের সদস্যদের মানসিকতাও সাথেও জেনে নেওয়ায় জরুরী । পরিবারই যখন একটি মানুষের ব্যক্তিত্ব – চরিত্র – মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই হবু স্বামীটিকে জানতে হলে তার পরিবারটিকেও ভালোভাবে জানুন । Sensiblematch.com বাংলাদেশের বিশ্বস্ত সাইট থেকে আপনার মনের মত পাত্র পছন্দ করে নিয়ে সঙ্গীটিকে জানতে চিনতে সময় নিন , সাথে তার পরিবারের সাথেও সময় কাটান । আপনার মনের কোণে লুকোনো পুরুষটিকে নিশ্চয় খুঁজে পাবেন ।

This entry was posted in Uncategorized and tagged , , . Bookmark the permalink.