আমার ছোট পরিবারে আমি, আমার মা, ছোট বোন, আর আমার ছোট্ট রাজকন্যা, ছেলে মাদ্রাসাতে পড়াশোনা করে তাই তাকে মাদ্রাসাতেই থাকতে হয়, তবে আমার ফ্যামিলি দিনাজপুরে থাকলেও আমি থাকি ঢাকায়। তাই তেমন কাউকে পাওয়া হয়তো বা কষ্টসাধ্য ব্যাপারই হতে পারে, ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার কাছে রাখার জন্য তাকে। আমার কথা হয়তোবা একটু রুডলি মনে হতে পারে কারো কারো কাছে। তবে বাস্তবতা যা সেটা আমাকে বলতেই হবে।