বাবা নেই। মা আর দুই ভাই এক বোন নিয়ে আমার পরিবার। চার ভাই বোনের মধ্যে আমি দ্বিতীয়। মা আমার সাথে থাকে। পাঁচ বছর যাবৎ স্ত্রী ও একমাত্র ছেলের সাথে কোন যোগাযোগ নেই। ছেলেকে নিয়ে সে তার বাবার বাড়িতে থাকে। আমি খুবই নিঃসঙ্গ জীবন যাপন করছি। আমি এমন কাওকে খুজছি যে শুধু আমাকে নিয়েই ভাববে। তাকে নিয়ে আমি ইউরোপে স্যাটেল হয়ে যাবো। দেশে ফিরে আসার আর কোন ইচ্ছে নেই আমার।