আমি একজন ছাত্র। আমি আপাতত পড়াশুনা নিয়ে আছি।পাশাপাশি পার্টটাইম চাকরি করি।আমি অনেক বছর ধরে সিজ্ঞেল । প্রেম করার মতো মনমানসিকতা আগে ছিলো না।কিন্তু এখন নিজেকে খুব একা একা লাগে। লাইফে জীবন সঙ্গি পাওয়া আগ্রহ দিন দিন শুদু বাড়তেছে।লাইফে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি। কিন্তু সব সময় নিজেগে এগুলা থেকে দূরে রেখেছি। কিন্তু আজ আমি অনেক একা! আমার এই শুন্য তা দূর করতে একজন জীবনসঙ্গিনী চাই..