আসসালামু আলাইকুম,
আমি একজন বাস্তববাদী এবং স্বনির্ভর মানুষ। দীর্ঘদিন ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি এবং Meta, Booking.com, Zalando-এর মতো আন্তর্জাতিক কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এ মুহুর্তে বাংলাদেশে আছি, নিজের একটা স্টার্ট আপ নিয়ে কাজ করছি।
আমি আত্মউন্নয়ন, শিক্ষা, এবং ভবিষ্যৎ পরিকল্পনায় বিশ্বাসী। পরিবারকে সময় দেওয়া, বাচ্চাদের বিকাশে মনোযোগ দেওয়া এবং একজন জীবনসঙ্গীর সাথে মানসিক বোঝাপড়াকে অগ্রাধিকার দিই। আমার দুইটি সন্তান রয়েছে—৬ বছর এবং একজন ৩ বছর বয়সী ছেলে, যারা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
আমি একজন দায়িত্বশীল পিতা, একজন যত্নশীল মানুষ, এবং ভবিষ্যতে একজন ভালো জীবনসঙ্গী হওয়ার চেষ্টা করছি। চিন্তায় প্রগতিশীল হলেও, জীবনকে দেখি সহজ-সরল দৃষ্টিতে। কেউই ভুলের উর্ধে নয়। কিন্তু তারপরও আগের দিনের চেয়ে একটু ভাল হওয়ার চেষ্টা করি। নিজের ভুল, খারাপ আচরণ নিয়ে ভাবি এবং তা একটু একটু করে শোধরানোর চেষ্টা করি।