আমি বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে এইচআর প্রফেশনাল হিসেবে কাজ করছি। ভবিষ্যতে দেশের বাইরে পড়াশোনা করার পরিকল্পনা আছে ইন-শা-আল্লাহ। ব্যক্তিজীবনে আমি সুশৃঙ্খল, স্থির, চুপচাপ স্বভাবের মানুষ এবং সিম্পল জীবনযাপন পছন্দ করি। আমি একেশ্বরবাদে বিশ্বাসী এবং ধর্মীয় দিক থেকে ইসলাম চর্চা করি। রোজগারের ক্ষেত্রে হালাল-হারামের ব্যাপারে বিশেষভাবে জোর দিই। আমি ইনট্রোভার্ট এবং বইপ্রেমী। প্রকৃতি এবং প্রাণীদের সান্নিধ্য ভীষণ ভালবাসি।