নি:সঙ্গ জীবন।
সময় কাটে না।
নিজের একজন মানুষের জন্য হাতড়ে বেড়াই।
কথা বলার কাউকে প্রয়োজন।
মাঝে মাঝে একাকী দু'জনে নিরিবিলি চা খেতে ইচ্ছা হয়।
অখন্ড অবসরে কাউকে নিয়ে ব্যস্ত থাকতে চাই।
অল্প কিছু সময় এই দুনিয়ায় মায়ায় কাটাতে চাই।
আমার একজন অভিবাবক চাই অথবা কারো অভিবাবক হতে চাই যার একজন হাতের লাঠির ভীষণ প্রয়োজন। আমার মরণের পরে কেউ যদি ভালবেসে একদিনের জন্য হলেও ইপিটাপে কাকচক্ষুর জলে ভিজিয়ে দিত, তবে তাঁর জন্য আমার সর্বস্ব রইলো।