আমি খুব সাধারণ একজন মানুষ। আমাদের ছোট পরিবার , মা এক ভাই আর এক বোনের সংসার । এখানে একটা বিষয় না বললেই নয় ৩টি বিড়াল , ১টি খরগোশ ও আমাদের পরিবারের সদস্য। আমার বাবা মারা গেছেন ২০২০ইং সালের ২৯শে মে। আমরা তিন ভাইবোন মিলে সংসারটা চালাই। আমরা খুব সাধারণ ফ্যামিলি।
আমি পশু পাখি খুব ভালোবসি। আমি খুব ছোট একটা চাকরী করি তার মধ্যে দিয়েই চেষষ্টা করি অবলা প্রাণীদের জন্য কিছু করতে । আমি প্রতিদিন প্রায় ৯০-১০০ টি কুকুরকে একবেলা খাওয়াই, চেষ্টা করি ওদের চিকিৎসার ব্যবস্থা করতে। কাজটা করতে আমাকে সহায়তা করে আমার খুব কাছের কিছু মানুষ।
কথাগুলো বলার কারণ এমন একজন মানুষকেই জীবনসঙ্গী করতে চাই যে আমার মতই সাধারণ মানুষ হবে এবং আমার বাচ্চাগুলোকেও ভালোবাসবে।