"Whoever works righteousness, man or woman, and has Faith, verily, to him will We give a new Life, a life that is good and pure and We will bestow on such their reward according to the best of their actions". (Sura An-Nahl 16:97)
আসসালামু আলাইকুম!
আমি বর্তমানে আমেরিকাতে বসবাস করছি একজন আমেরিকান নাগরিক হিসেবে। সেখানে সিকিউরিটি কোম্পানিতে চাকুরীরত। হেসে খেলে সংসার চালিয়ে নিতে কোন সমস্যা নেই আমার। আমি ধার্মিক, অল্পতে তুষ্ট, এবং পরোপকারী হতে চেষ্টা করা একজন সাধারণ মানুষ। আমাকে কখনো কাব্যিক, কখনো রোমান্টিক তরুণ বলেও মনে হতে পারে আপনার কাছে।
আমি কি ধরে নিতে পারি, আপনি সীমানার মধ্যে থেকেও অসীম একজন সম্ভাবণাময়ী সৃজনশীল মানুষী হবেন? আমি কি আশা করতে পারি, আপনি যেমন ধার্মিক তেমনি রোমান্টিক, যেমন অভিমানী তেমনি অনুরাগী হবেন? আমি কি অনুভব করতে পারি, রাগ কিংবা অনুরাগের প্রেক্ষাগৃহে আপনার অভিব্যক্তি নিশ্চয় আরো বেশী অনন্যা হয়ে উঠবে? আমি কি প্রত্যাশা করতে পারি, সুখে অথবা দুঃখে সবার আগে আপনি হয়ে উঠবেন একজন নির্ভরশীল বিশ্বস্ত বন্ধু?
একে অপরের প্রতি সন্মান দেখিয়ে, অকৃত্রিম ভালোবাসা দিয়ে, সঠিক চিন্তা-চেতনা আর নির্ভীক নির্ভুল কর্ম প্রচেষ্টার মাধ্যমে যদি পবিত্র জীবন সংসার গড়ে তোলা যায়, আর সেই সুবাদে যদি ছেলে মেয়েরাও ধার্মিক, সৎকর্মশীল হিসেবে গড়ে উঠে, তাহলে হাতে হাত রেখে পথ চলার জন্য আমি আপনাকেই খুজছি।।
ধন্যবাদ,
সালামুন আলাইকুম।
বি:দ্র: আমার দুটি শান্ত ভাগ্যবতী সন্তান আছে They are self-dependent.