আমার ২ বোন এবং ১ ভাই আছে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। আমরা সবাই আলাদা থাকি। আমি আমার পরিবারের বড় ছেলে। আমার ছোট বোন তার স্বামীর সাথে সাভারে থাকে এবং বোন জামাই একটি সফটওয়্যার কোম্পানির মালিক। এক ভাই সরকারি চাকরিজীবী এবং ছোট বোন কাজী নজরুল ইসলাম কলেজে পড়ে। আমার মা বাবার সাথে গ্রামে থাকেন। আমি উত্তরা একটি রেপুটেড কোম্পানির এজিএম হিসেবে কর্মরত আছি। উত্তরাতে আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকি। আমার সাথে থাকার মতো পরিবারের কেউ নেই। তাই একা একা থাকতে হয়। আমি ২০১২ সালে বিয়ে করেছিলাম আমার ৮ বছরের একটা ছেলে আছে। ছেলে তার মায়ের কাছে থাকে। আমরা আইনগতভাবে আলাদা। ছেলে মাকে ছেড়ে আসবেনা আর তার মা ছেলে কখনও আমাকে দিবেনা। সেদিক থেকে আর কোন ঝামেলা নেই। সর্বোপরি আমার কোন পিছু টান নেই।